হাজার হাজার দর্শকের উপস্থিত টানটান উত্তেজনার মধ্যে খেলার শুরুতেই (প্রথমার্ধে) ১৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাঈদের গোলে ১-০ তে এগিয়ে যায় বরিশাল দল। এরপর দ্বিতীয়ার্ধে বরিশালের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেলের গোলে ২-০ তে এগিয়ে যায় বরিশাল দল।
তবে, শেষ মুহূর্তে বরগুনা জেলা দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিবের গোলে ২-১ গোলে ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। এরপর একের পর এক আক্রমণ করলেও শেষ রক্ষা হয়নি বরগুনা দলের। ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বরিশাল দল।
এর আগে, বিকেল সাড়ে তিনটায় ম্যাচটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
আরও পড়ুন:
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. নূরুল আমিন,বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম চন্দ্র দে। এছাড়া জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংস্থা সদস্য, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আন্ত:জেলা জাতীয় চ্যাম্পিয়নশীপ-২৫ এর অর্গানাইজিং কমিটির সদস্য রিদওয়ান বিন রহমান রাকিন জানান, জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রতিটি জেলা তাদের টিম গঠন করবে, ভালো ভালো খেলোয়াড়দেরকে তারা খুঁজে নিয়ে আসবে এবং তারা জাতীয় পর্যায়ের ক্রীড়া নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে।
'তারুণ্যের উৎসব' এর অংশ হিসেবে আয়োজিত এই আসরে অংশ নেবে দেশের ৬৪টি জেলা। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহিদদের নামানুসারে।