দীর্ঘ ১২বছর পর যশোরে বাণিজ্য মেলার আয়োজন

দীর্ঘ ১২বছর পর যশোরে আবারও শুরু শিল্প ও বাণিজ্য মেলা
অর্থনীতি , শিল্প-কারখানা
এখন জনপদে
0

দীর্ঘ ১২বছর পর আরারও যশোরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।

আজ (শনিবার, ১২ এপ্রিল) দুপুরে শহরের টাউন হল ময়দানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

মেলার স্টল পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, 'ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত হয়ে তৃতীয় কোন দেশে বাংলাদেশি যে পণ্য যেত, ভারতের সেই চুক্তি বাতিল করায় আমাদের দেশে কোন প্রভাব পড়বেনা। বরং আমাদের যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তোলা যাবে।'

এসময় তিনি আরো বলেন, 'দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি না হলে দেশে কোন উন্নয়নই হবে না।'

এসএইচ