নারায়ণগঞ্জে সহনীয় পর্যায়ে সবজির দাম

নারায়ণগঞ্জ
দিগু বাবুর বাজারে সবজি কেনাবেচা
বাজার , কাঁচাবাজার
এখন জনপদে
0

পর্যাপ্ত সরবরাহের কারণে স্বাভাবিক দামে স্বস্তিতে নারায়ণগঞ্জের সবজি বাজারের ক্রেতারা। আজ (শনিবার, ১৭ মে) সপ্তাহের প্রথম দিনের সবজি বাজারের খোঁজ নিতে গিয়ে এ পরিস্থিতি জানা যায়।

নগরীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার দিগু বাবুর বাজারে মধ্যরাত থেকেই জেলার অভ্যন্তর ও আশপাশের জেলাসহ দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে সড়ক পথে সবজি নিয়ে আসেন। সেই সাথে ভোর থেকেই পাইকাররা ভিড় করতে থাকেন এ বাজারে। এখান থেকে জেলার স্থানীয় বাজারগুলোতে সবজি সরবরাহ হয়ে থাকে।

সপ্তাহের প্রথম দিন শনিবার দিগু বাবুর বাজারে পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। আলু ২০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা। করলা ৩০টাকা, ঝিঙে ৩০ টাকা, লাউ আকার ভেদে ৪০ থেকে ৬০ টাকা। এছাড়াও পেয়াজ ৫০ টাকা, রসুন ১৫০ থেকে ১৬০ টাকা, আদা ১০০ থেকে ১২০ টাকা।

বিক্রেতারা বলছেন অনুকূল আবহাওয়ার কারণে এবছর গ্রীষ্মের সবজির আবাদ ভালো হয়েছে। যার করণে আমদানি বেশি, তাই দামও স্বাভাবিক। পাশাপাশি আগের চেয়ে কম পুঁজিতে বেশি পণ্য নিয়ে ব্যবসা করতে পারছেন তারা। তাই বিক্রেতাদের মধ্যেও এক ধরনের স্বস্তি বিরাজ করছে দাম নিয়ে।

এদিকে ক্রেতারাও একরকম স্বস্তিতেই আছেন দাম নিয়ে। তারা বলছেন অন্যান্য সময়ের তুলনায় এ বছর সবজির দাম স্বাভাবিক। আগে যেখানে এক হাজার টাকার বাজারে পুরো সপ্তাহ যেতো না সেখানে এখন তার চেয়ে কম টাকায় সপ্তাহ পার হচ্ছে।

এএইচ