খুলনায় বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে ৬০ টাকার উচ্ছে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পটল ৩০, কাঁকরোল ৮০, ঢ্যাঁড়স ৫০ টাকায়। তবে বেশি চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন। ৬০ টাকার বেগুন বিক্রি করা হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
একই অবস্থা মাছের বাজারেও। প্রায় সব ধরনের মাছে কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তেলাপিয়া ২০০, চাষের শিং ৪৫০, রুই ৩৫০ টাকায় খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বিশেষ করে বর্তমানে বাজারে চাষের মাছের চাহিদা থাকলেও সরবরাহ অনেকটাই কম রয়েছে। এদিকে মাছ ও সবজির দাম এমন বাড়ার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানিয়েছে ক্রেতারা।