‎বরিশালে পাইকারি মাছ বাজারে ইলিশের দাম চড়া

বিক্রির জন্য রাখা ইলিশ মাছ
বাজার , কাঁচাবাজার
এখন জনপদে
0

বরিশালে পাইকারি মাছ বাজারে ইলিশের দাম চড়া। লাখ টাকা ছাড়িয়েছে মণ। ‎আজ (শুক্রবার, ১১ জুলাই) ছুটির দিনে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়। তবে ইলিশ কিনতে এসে হতাশ বেশিরভাগ ক্রেতা। মৌসুমে যে পরিমাণ ইলিশের সরবরাহ থাকার কথা তা নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি দোকানে ইলিশের দেখা মিললেও দাম চড়া।‎

গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে আকার ভেদে মণ প্রতি ইলিশের দাম ৩-৪ হাজার টাকা কমলেও তা নাগালের ১২০০ গ্রাম ১ লাখ ২০ হাজার, ১ কেজি ১ লাখ, এবং ৭০০– ৯০০ গ্রাম ওজনের ইলিশ মনপ্রতি ৯০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

‎এর প্রভাব খুচরা বাজারেও। ১২০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ২ হাজার ৭৫০-২ হাজার ৮০০, ১ কেজি ২ হাজার ৫৫০-২ হাজার ৬০০, ৭০০-৯০০ গ্রাম ২ হাজার ২৫০-২ হাজার ৩০০ এবং ৫০০ গ্রাম ইলিশ ১ হাজার ৫০০-১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ‎

‎ক্রেতারা বলছেন, নাগালের বাইরে ইলিশের দাম। বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম চড়া। যে মাছের দাম ১ হাজার ৮০০-২ হাজার টাকা হওয়ার কথা সে মাছ ২ হাজার ৩০০-২ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

এএইচ