গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে আকার ভেদে মণ প্রতি ইলিশের দাম ৩-৪ হাজার টাকা কমলেও তা নাগালের ১২০০ গ্রাম ১ লাখ ২০ হাজার, ১ কেজি ১ লাখ, এবং ৭০০– ৯০০ গ্রাম ওজনের ইলিশ মনপ্রতি ৯০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এর প্রভাব খুচরা বাজারেও। ১২০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ২ হাজার ৭৫০-২ হাজার ৮০০, ১ কেজি ২ হাজার ৫৫০-২ হাজার ৬০০, ৭০০-৯০০ গ্রাম ২ হাজার ২৫০-২ হাজার ৩০০ এবং ৫০০ গ্রাম ইলিশ ১ হাজার ৫০০-১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, নাগালের বাইরে ইলিশের দাম। বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম চড়া। যে মাছের দাম ১ হাজার ৮০০-২ হাজার টাকা হওয়ার কথা সে মাছ ২ হাজার ৩০০-২ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।