খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

ঈদে মিলাদুন্নবী
জীবনযাপন , ধর্ম
এখন জনপদে
0

আরবি বছরের হিসাবে আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল। এ দিন সারাবিশ্বের মুসলিম উম্মাহ মহানবীর (সা.) জন্মবার্ষিকী উপলক্ষে পালন করেন ঈদে মিলাদুন্নবী। সে ধারাবাহিকতায় দেশের খুলনায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী।

দিবসটি উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে ‘জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী’ শীর্ষক র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় উপস্থিত মুসল্লীরা আরবি খচিত সবুজ পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন, হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

বক্তারা জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী জীবনযাপন করতে হলে অবশ্যই রসূলের দেয়া পথে পরিচালিত হতে হবে। তাহলেই দুনিয়া এবং আখেরাতে শান্তির পথ উন্মুক্ত হবে।

এছাড়া খুলনা সিটি করপোরেশন, খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসএইচ