সকালে বারো শরিফ দরবারের উদ্যোগে জশনে জুলুসটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার প্রাঙ্গণে এসে শেষ হয়। বর্ণাঢ্য এ জশনে জুলুসে কয়েক হাজার মুসলিম অংশ নেন। এসময় তাদের মুখে কালেমা আর নবীজীর প্রতি ভালোবাসার হামদ-নাত, আর হাতে হাতে কালেমা খচিত নানা রঙের পতাকা ছিল।
আরও পড়ুন:
এছাড়াও ঈদে মিলাদুন্নবী ঘিরে জেলার বিভিন্ন এলাকায় দিনভর আয়োজন করা হয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, হামদ ও নাথ প্রতিযোগিতা। এ অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) জীবনাদর্শের সঠিক অনুসরণ-অনুশীলনের ওপর বিশেষ আলোচনা করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জেলায় নেয়া হয়েছে বাড়তি সতর্কতাও।