অল্প সময়ের এমন ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। নগরীর রেলস্টেশন এলাকা, ভার্থখলা, বঙ্গবীর রোড, মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজরটিলা ও বালুচরসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে।
কোথাও কোথাও ঘরবাড়ির ভেতরেও পানি উঠে গেছে। কোনো কোনো এলাকায় দোকান পাট বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা।
নগরীর সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং ছড়া খাল অপরিষ্কার থাকায় অল্প সময়ের বৃষ্টিতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ বিষয়ে সিটি কর্পোরেশনে উদাসীনতাকেই দুষছেন তারা।