টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

বৃষ্টিতে ডুবে গেছে লোকালয়
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
0

টানা বৃষ্টিতে সিলেটের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পরবর্তী ৩ ঘণ্টায় আরো ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

অল্প সময়ের এমন ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। নগরীর রেলস্টেশন এলাকা, ভার্থখলা, বঙ্গবীর রোড, মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজরটিলা ও বালুচরসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে।

কোথাও কোথাও ঘরবাড়ির ভেতরেও পানি উঠে গেছে। কোনো কোনো এলাকায় দোকান পাট বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা।

নগরীর সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং ছড়া খাল অপরিষ্কার থাকায় অল্প সময়ের বৃষ্টিতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ বিষয়ে সিটি কর্পোরেশনে উদাসীনতাকেই দুষছেন তারা।

এএইচ