ভুয়া ভিসা-বিমান টিকিট ধরিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

ভুয়া ভিসা-বিমান টিকিট দিয়ে টাকা আত্মসাৎকারী শফিকুল
এখন জনপদে
অপরাধ
2

ভুয়া ভিসা ও বিমান টিকিট ধরিয়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ (শুক্রবার, ৩০ মে) দিবাগত রাত ১টায় গাজীপুরের জয়দেবপুর থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শুশুতি গ্রামের বাসিন্দা আবদুল গনি এবং পাহাড় অনন্তপুর গ্রামের মো. নাজমুল হক। তাদের দুজনকেই বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে একই উপজেলার পাটিরা গ্রামের শফিকুল ইসলামক বেশ কয়েক বছর আগে পাসপোর্টসহ মোট ১২ লাখ ১০ হাজার টাকা নেয়।

এরপর শফিকুল দুজনকে ভুয়া ভিসা এবং প্লেনের টিকিট ধরিয়ে দেয়। বিদেশে যাওয়ার জন্য বেশ কয়েকবার ঢাকায় যোগাযোগ করা হলে নাজমুল এবং গনি জানতে পারে তাদের সব কাগজপত্র ভুয়া।

হতাশ হয়ে বাড়ি ফিরে বিভিন্ন সময় টাকা ফেরত চাইতে গেলে নানান হুমকি-ধামকি দেয় শফিকুল। পরে একসময় লাপাত্তা হলে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শফিকুলের।

উপায়ন্তর খুঁজে না পেয়ে বিষয়টি নিয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কাছে অভিযোগ করলে তারা এ বিষয়ে ছায়া তদন্ত শুরু হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আজ (শুক্রবার, ৩০ মে) ময়মনসিংহ র‌্যাব-১৪ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা নয়মুল হাসান জানান, প্রতারক শফিকুল শুধু ১২ লাখ টাকা নয় অন্যান্য পরিবারের কাছ থেকে অন্তত ৫০ লাখ টাকার মতো হাতিয়ে নিয়েছে। অনেকেই ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলেন, প্রতারকের খপ্পরে পড়ে এখন তারা সর্বস্বান্ত, তাই দ্রুত টাকা ফেরত পাবার আশা তাদের।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসএইচ