আজ (সোমবার, ২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে সড়কের দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেয় পরিবহন শ্রমিকরা।
শ্রমিকরা অভিযোগ করে জানান, আ.লীগের গাজীপুর ইউনিয়নের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বার ও তার ছেলে ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ চাঁদা না দেয়ায় এক গাড়ির হেলপারকে তুলে নিয়ে যায়। যার সন্ধান এখনো পাওয়া যায়নি।
সহকর্মী উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়ক থেকে তাদের সরানো হয়।