অর্থলোপাটের অভিযোগ: সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

সালমান এফ রহমান
অপরাধ
0

আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৮ জনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (মঙ্গলবার, ৩ জুন) এক নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘টাস্কফোর্স গঠনসহ বেক্সিমকো গ্রুপের দুর্নীতি খুঁজতে অনুসন্ধান কমিটি গঠন করেছে সংস্থাটি। বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।’

কিন্তু আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ  এবার প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আরও দু’টি মামলা করেছে সংস্থাটি। 

এদিকে ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এসএইচ