স্থানীয়রা জানায়, আজ সকালে দোকানের ভেতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছিল। বিষয়টি বাড়ির মালিক ইসলাম মিয়াকে জানানো হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, ‘বিকেলে দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার ইসলাম মিয়ার বাড়ির সামনের দোকান থেকে রক্ত বের হতে দেখে ৯৯৯ এ কল দিয়ে জানানো হলে আমরা ঘটনাস্থলে আসি। পরে দোকান থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘বাড়ির মালিক জানায়, গত ১৯ মে ভাণ্ডারী পুল এলাকার অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে দোকান ভাড়ার জন্য মৌখিক চুক্তি হয়। চলতি মাসের ১ তারিখে তার সাথে লিখিত চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে আর যোগাযোগ করেনি। ওই ব্যক্তির নামও বলতে পারছেন না মালিক। আমরা তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।’