উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজাওয়ানুল কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নৌকায় রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।’
অভিযানে গাঁওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনের তিনটি অবৈধ বাংলা ড্রেজার মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে ধ্বংস করে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজাওয়ানুল কবীর জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।