যশোরে জমি সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ১

জমি সংক্রান্ত বিরোধে হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
এখন জনপদে
অপরাধ
1

যশোরে জমি নিয়ে বিরোধে মো. মইন উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই আশিক। এ সময় নিহতের অপর ভাই জমির উদ্দিনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত জমির উদ্দিনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডের ভর্তি করা হয়েছে।

আজ (সোমবার, ৯ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মইন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে।

আহত জমির উদ্দিন ছেলে মো. সাগর জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইনুদ্দিনের সাথে কথা কাটাকাটি চলছিল আমার বাপের চাচাতো ভাই আশিকের সাথে। এক পর্যায় আশিক আমাদের পরিবারকে অকথ্য ভাষা গালিগালাজ করে।

বাবা ও চাচা মিলে প্রতিবাদ করলে আশিক ধারালো অস্ত্র নিয়ে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইনুদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় চাচা মইনুদ্দিন মারা যান। এবং বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন; চিকিৎসা চলছে।

জানতে চাইলে যশোর জেলার হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র কুমার মল্লিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই মঈনুদ্দিনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। আহত জমির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জানতে চাইলে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম জড়িতদের আটকে কাজ করছে।’

এএইচ