আটক ২৬ জনকে বিজিবি সন্ধ্যায় জীবননগর থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে ১৩ জন শিশু সাতজন পুরুষ, ছয়জন নারী রয়েছে। তদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।
এ বিষয়ে ৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে পুলিশ আটক করে। আটকদের পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিএসএফ ছাব্বিশ বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে জানায়। ২৬ বাংলাদেশের নামের তালিকা বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানায়।
তিনি আরো জানান, বুধবার জীবননগর বেনিপুর সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলারের কাছে শূন্য রেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। জীবননগর থানায় বিজিবির পক্ষ থেকে সাধারণ ডায়রির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।