নেত্রকোণায় ভারতীয় পণ্যসহ ২ জন আটক

ভারতীয় পণ্য ও পিকআপসহ আটককৃতরা
এখন জনপদে
অপরাধ
0

নেত্রকোণায় অবৈধ পথে আনা ভারতীয় পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যানসহ ২ জন আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৪ জুন) রাতে আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুরে স্থানীয়রা ভারতীয় জুসসহ বিভিন্ন পণ্যবাহী পিকআপ ভ্যানে থাকা দুইজনকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে চন্দন মিয়া (ড্রাইভার)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে পিকআপে আমুল কুল লাচ্ছিসহ ভারতীয় ২১৫ কেস পানীয় (৬৪৫০ পিস) জুস-লাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছিল। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।

গোপন পথে বারহাট্টা হয়ে মনসুরপুরে প্রবেশ করলে স্থানীয়দের গাড়ির গতিবিধি অস্বাভাবিক দেখে সন্দেহ হয়‌। পরে স্থানীয়রা গাড়িটি থামালে প্লাস্টিক ত্রিপলে ঢাকা ভারতীয় পণ্য দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভারতীয় পণ্য জব্দ সহ দুজনকে আটক করে।

স্থানীয়রা জানান, বিশেষ কৌশলে প্রধান সড়কের পরিবর্তে ভারতীয় পণ্য চোরাচালানের পথ হিসেবে গ্রামীণ সড়কগুলোকে বেছে নিচ্ছেন চোরাকারবারীরা।

এ বিষয়ে আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সাধারণ জনগণের সহযোগিতায় ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এএইচ