বিজিবির তথ্য মতে, জেলার দোয়ারা বাজারের বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপাড়া হতে বিশেষ অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধ, নিরাপত্তা রক্ষাসহ বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেছে। আজকে সীমান্ত এলাকা থেকে যে সকল গরু জব্দ করা হয়েছে সেগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’