ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

আটককৃত খালেদ মোহাম্মদ তূর্য ও আইরিন আক্তার
অপরাধ
0

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে খালেদ মোহাম্মদ তূর্য (২৭) নামের একজনকে মাদকসহ আটক করা হয়েছে। এ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তার স্ত্রী আইরিন আক্তারকেও (২৬) আটক করা হয়েছে। আটককৃত খালেদ মোহাম্মদ তূর্য চরকলাপুর‌ গ্রামের তুষার শিকদারের ছেলে ও আইরিন আক্তার একই গ্রামের হালিম শেখের মেয়ে।

কোতোয়ালি থানার ওসি ‌আসাদুজ্জামান জানিয়েছেন, সোর্সের মাধ্যমে জানা যায় খালেদ মাহমুদ তূর্য নামের এক ব্যক্তি ফরিদপুর শহরে ছিনতাই এবং সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এছাড়া থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান।

সে ফরিদপুর ঝিলতুলি এলাকায় ছোট একটি রুম নিয়ে মাদকের কারবার চালায় বলে জানিয়েছে পুলিশ।

উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ দিবাগত রাত ‌১২টা ৪০ মিনিটে ফরিদপুর ক্যাম্প হতে ঝিলটুলির খালেদ মোহাম্মদ তূর্যর বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে তার নিজ বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালানোর পর বাথরুমের উপর থেকে তাকে পাওয়া যায় এবং বাড়ি তল্লাশি করে ৬০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষঙ্গিক দ্রব্য পাওয়া যায়। এবং জানা যায় তার স্ত্রীসহ মাদক ব্যাবসা করে থাকে।

মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) এবং তার স্ত্রী মোছা. আইরিন বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয় এবং রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর ক্যাম্প কমান্ডার বলেন, ‘দেশের পরিস্থিতি রক্ষার্থে আমাদের অভিযান চলমান থাকবে ‌এবং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

এসএস