আটক মাহফুজ ছাড়াও ডাকাতির এ ঘটনায় আরো চারজন সদস্য জড়িত ছিল, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ জুন) রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে র্যাব পরিচয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ডাকাতরা। সিএনজি চালিত অটোরিকশাটি মহাসড়কের সুয়াগাজি ইকোপার্কের জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা। সেখানে চালককে গাছের সাথে আটকে, মুখ ও হাত বেঁধে, সাথে থাকা নগদ অর্থ এবং অটোরিকশাটি ছিনতাই করে তারা।
পুলিশ আরো জানায়, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে মহাসড়কে অভিযান চালিয়ে গাড়িসহ ওই ডাকাত সদস্যকে আটক করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মামলা ও ডাকাত সদস্যকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।