অস্ত্র-ওয়াকিটকিসহ কুমিল্লায় ২ দুষ্কৃতকারী আটক

বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামসহ আটক দুই
এখন জনপদে
অপরাধ
0

কুমিল্লায় দেশিয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ মো. রাসেল ও মোহাম্মদ শরীফ নামে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ২২ জুন) আদর্শ সদর আর্মি ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার (২১ জুন) রাতে আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও দক্ষিণ রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত বলে ধারনা করছে যৌথবাহিনী।

আটককৃতদের কাছ থেকে ৩ টি দেশিয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে দক্ষিণ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এএইচ