কুষ্টিয়ায় ছাড়পত্র ছাড়াই পণ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া পণ্য বিক্রি করায় তিনটি ও লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৫ জুন) দুপুর ১টা থেকে ২টা ৩৮ মিনিট পর্যন্ত কুমারখালী শহরের সোনাবন্ধু সড়কে উপজেলা প্রশাসন ও বিএসটিআই অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জানা যায়, কর ফাঁকি দিয়ে কসমেটিকস জাতীয় লাগেজ পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক টেক্সটাইল মালিককে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা (সিএম) দীপঙ্কর কুমার দত্ত, পুলিশ প্রমুখ।

আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কুমারখালী স্টোর, কৃষ্ণ গোপাল ও পদ্মা কসমেটিকসে বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুমারখালী স্টোরের মালিক নঈম শেখকে ১০ হাজার টাকা, কৃষ্ণ গোপাল কসমেটিকসের মালিক কমল সাহাকে ১০ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসের মালিক সুকুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও লাইসেন্সের মেয়াদ না থাকায় রানা টেক্সটাইলের স্বত্বাধিকার মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ