বেনাপোল বন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বাংলাদেশি পাসপোর্টসহ আটক ট্রাকচালক
এখন জনপদে
অপরাধ
1

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় এক ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাতে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক নামে ওই ট্রাকচালককে আটক করে বন্দরের নিরাপত্তাকর্মীরা।

পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর জন্য ট্রাকচালক চেষ্টা করছিল বলে জানা গেছে। গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল সবগুলো পাসপোর্টে। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে ঢোকার জন্য তারা সার্বিয়ার ভিসা লাগিয়েছিল।

বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশিদের পাসপোর্ট পাঠানো হচ্ছে। পরে তারা বন্দরে নিরাপত্তা জোরদার করে।

একপর্যায়ে সন্দেহভাজন ট্রাকচালক একটি ব্যাগ হাতে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে বের হওয়ার সময় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। আটক ট্রাক চালককে পাসপোর্টসহ থানা পুলিশে সোপর্দ করা হবে।

এসব পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কোনো অপরাধী চক্র কিনা তা তদন্ত করছে পুলিশ।

এএইচ