পরে স্থানীয় জনতার সহায়তায় আটককৃতদের শনিবার (৫ জুলাই) বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশরপাশা তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কলমাকান্দার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।