উবার চালককে মারধর, মধ্যরাতে থানায় নোবেল

উবার চালককে মারধর করছেন নোবেল
সংস্কৃতি ও বিনোদন
অপরাধ
0

আবারও আলোচনায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গতকাল (শনিবার, ১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। অভিযোগ করা হয়, তিনি একজন উবার চালককে মারধর করেছেন। মিরপুর মডেল থানায় প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।

থানা সূত্র জানায়, এক গাড়ি চালকের সঙ্গে নোবেলের তর্কাতর্কি হচ্ছিল, যা এলাকার পরিবেশ নষ্ট করছিল। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় এবং পরে ছেড়ে দেয়া হয়। নোবেল মদ্যপান করেছিলেন কি না জানতে চাইলে থানা কর্তৃপক্ষ জানায়, তাদের এমন মনে হয়নি।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যরাতে নোবেল মদ্যপান করা অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন। তিনি একটি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় এসেছিলেন এবং তার সাথে একজন নারীও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গন্তব্যে পৌঁছানোর পরও নোবেল গাড়ি থেকে নামতে চাইছিলেন না। তিনি অদ্ভুত কথা বলছিলেন এবং গালাগালি করছিলেন। একপর্যায়ে তিনি উবার চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, ইডেন কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান কণ্ঠশিল্পী নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এ আদেশ দেন।

আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত।

এর আগে গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ইএ