ধামরাইয়ে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তারের দাবি পুলিশের

হ্যান্ডকাফ
এখন জনপদে
অপরাধ
0

ঢাকার ধামরাইয়ে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে ওই সন্দেহভাজনদের আটক করা হয়। তবে তাদের সঙ্গী অপর ছয়জনসহ অজ্ঞাত ৮-১০ জন পালিয়ে যায়। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল তাদের উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকা থেকে আটক করে রাতে ডাকাতির অভিযোগে মামলা করে পুলিশ।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাতে ধামরাইয়ের পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন (৩৪), মো. ইমন হোসেন (২৫), মো. মেহেদী হাসান (২৭), মো. চঞ্চল মিয়া (২৬), মো. জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)। এছাড়া আরও ছয়জনসহ অজ্ঞাত ৮-১০ জন পালিয়ে যায়।

এএইচ