আজ (সোমবার, ১১ আগস্ট) সকাল ৯টার দিকে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে থাকে।
এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে তাড়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ৭০ কেজি গাঁজা, ১ হাজার ১৮৬ বোতল ইস্কফ এবং ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা। সীমান্ত দিয়ে মাদকসহ অন্যান্য পণ্য চোরাচালানে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।