আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আজাদের সঙ্গে থাকা আরেক যুবক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ভাবে জানতে পেরেছেন তারা। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেড় হাজার টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার নামে একজন ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।