অসমাপ্ত আত্মজীবনী নিয়ে জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক ও দুদকের ফলক
অপরাধ
1

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে কেন্দ্র করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে পদবি-অর্থ-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (রোববার, ১৭ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সেখানে তিনি এ তথ্য জানান।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’। জানা গেছে, ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন:

এতে বলা হয়েছে, এ বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

বিষয়টি নিয়ে আজকের সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালককে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি জানান, অসমাপ্ত আত্মজীবনী লিখে সম্পদ ও পদবি গ্রহণের বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া মাত্র অনুসন্ধান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

এসএইচ