নিহতরা হলেন আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রাজু আর বাবু সম্পর্কে মামাতো ভাই। প্রায় দিনই তাদের সঙ্গে জমি নিয়ে ছোটখাটো গন্ডগোল হতো।
মঙ্গলবার সকালে এরই জের ধরে বাবু ও রাজু ধারালো অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
আরও পড়ুন:
এতে ঘটনাস্থলেই ছেলে মোহাম্মদ মিরাজের মৃত্যু হয়ে। রক্তাক্ত অবস্থায় বাবা তৈয়ব আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৈয়ব আলীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
পথের মাঝেই অবস্থার অবনতি হলে আবারও সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেলে দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম মৃত ঘোষণা করেন।
এদিকে একসঙ্গে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।