শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ

জব্দকৃত ভারতীয় মসলা ও বিজিবি ব্যাটালিয়ন
এখন জনপদে
অপরাধ
1

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে চোরাই পথে আনা ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছে বিজিবি। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম তথ্যটি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা এলাকায় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ভোর ৬টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করে। জব্দকৃত এলাচের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

তবে বিজিবির অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এবিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।’

এএইচ