তিনি বলেন, ‘সুন্দরবনের বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, আট রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি দেশিয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশিয় অস্ত্রসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়।’
উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশে সুন্দরবনে গেলে গতকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধার জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
আরও পড়ুন:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক বনদস্যু নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবত রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কাজ করে আসছিলো।
লেফটেন্যান্ট মো. তানভীর বলেন, ‘উদ্ধার জেলে, আটক ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’