গাজীপুরে মহানগর অতিরিক্ত দায়রা জজের বাসায় চুরির অভিযোগ, গ্রেপ্তার ৩

অতিরিক্ত দায়রা জজের বাড়ির ফটক
এখন জনপদে
অপরাধ
0

গাজীপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবনে চুরির অভিযোগ। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) রাতে শহরের আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন এলাকায় এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে জানানো হয়। আজ (সোমবার, ২০ অক্টোবর) সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোয়ারী বাদী হয়ে মামলা করেন। পরে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গাজীপুর শহরের আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ থাকেন। গতকাল রোববার মধ্যরাতে বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে অজ্ঞাতপরিচয় চোরের দল ভেতরে ঢোকে। এ সময় বিভিন্ন জিনিস খোয়া যায়।

আরও পড়ুন:

এজাহারে আরও বলা হয়, আজ সকালে দু’জন অফিস সহায়ক বাসভবনে গিয়ে চুরির বিষয়টি খেয়াল করেন। পরে কর্মকর্তাদের ফোন করে বিষয়টি জানানো হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এফএস