রাঙামাটিতে মারমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ

পিসিসিপির বিক্ষোভ সমাবেশ
এখন জনপদে
অপরাধ
1

রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। একইসঙ্গে এ ঘটনায় স্থানীয় কয়েকজন কারবারি প্রথাগত বিচারের নামে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলে সংগঠনটি এরও প্রতিবাদ জানায়।

গতকাল (সোমবার, ২০ অক্টোবর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সামাজিক বিচারের নামে এমন ঘটনা নারী নির্যাতনের এক ভয়াবহ উদাহরণ। অপরাধীদের অর্থদণ্ড দিয়ে ‘দায়মুক্তি দেয়া’ কোনো বিচার নয়, বরং অবিচার।

পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, শাখাওয়াত হোসেন এবং পিসিএনপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন:

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কাপ্তাইয়ের চংড়াছড়ি মুখ এলাকায় এক প্রতিবন্ধী মারমা নারী ধর্ষণের শিকার হন। ১৭ অক্টোবর স্থানীয় কারবারিরা প্রথাগত রীতিতে দোষীদের অর্থদণ্ড দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন, যা প্রচলিত আইনের পরিপন্থি।

বক্তারা জানান, পাহাড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। একইসঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এসএইচ