সিংগাইরে খাস জমি দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জ
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সিংগাইর উপজেলার ধল্লা পুলিশ বক্স সংলগ্ন দক্ষিণ ধল্লা গ্রামের সরকারি খাস জমিতে নির্মিত একটি সেমিপাকা স্থাপনা গুড়িয়ে দেয়। জানা গেছে, মোশারফ নামের স্থানীয় এক ব্যক্তি ওই জমিটি ভাড়া নিয়ে এক নারীর মাধ্যমে স্থাপনাটি নির্মাণ করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ধল্লা মৌজার এক নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭০২ নম্বর দাগে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে এ স্থাপনাটি নির্মাণ করা হয়। স্থাপনা নির্মাণের সময় সংশ্লিষ্ট দখলদারকে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

পরে তাকে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালানো হয়।

আরও পড়ুন:

এদিকে অভিযুক্ত মোশারফের বড় ভাই আনোয়ার হোসেন দাবি করে বলেন, ‘সিএস, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী আমরা প্রকৃত মালিক। কিন্তু বিএস রেকর্ডে জমিটি খাস হিসেবে দেখানো হয়েছে। আমরা এরইমধ্যে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘সরকারি খাস জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

অভিযানে সহায়তা করে থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এসএস