চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫ যাত্রী থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

চট্টগ্রাম
স্বর্ণ জব্দ
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ (বুধবার, ১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে চট্টগ্রাম পৌঁছান তারা।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী জেসমিন আক্তার, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মাসুম, কাজী মনোয়ারা ও ইয়াসমিন আক্তারের ব্যাগ তল্লাশি করে কাস্টমস গোয়েন্দারা। তাদের ব্যাগে মোট এক হাজার ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

আরও পড়ুন:

এসব স্বর্ণালংকারের মধ্যে ৫০০ গ্রাম আইন অনুযায়ী আনা বৈধ হওয়ায় তাদের ফিরিয়ে দেয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

প্রথমবার অপরাধ করায় যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

এসএস