জামালপুরে বিপুল ইয়াবাসহ এক নারী আটক

ইয়াবাসহ আটক নারী ও পুলিশ সদস্যরা
এখন জনপদে
অপরাধ
1

জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (রোববার, ১৬ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী মোহনা এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪শ পিছ ইয়াবাসহ সালেহা বেগম নামের ওই নারীকে আটক করা হয়। সালেহা বেগম শহরের মুসলিমাবাদ এলাকার আব্দুল সামাদের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হালিম রাজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসে অভিযান পরিচালনা করে।

এ সময় সালেহা বেগম নামের এক নারী তার পায়ের সঙ্গে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিলেন।

এর আগে সদর থানা পুলিশ ২২ হাজার পিস ইয়াবার চালানসহ স্বামী স্ত্রীকে আটক করে। তারা দুজন সালেহা বেগমের মেয়ে ও মেয়ের স্বামী। মাদক ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

এএইচ