রাঙামাটিতে ভুয়া ডিজিএফআই পরিচয়ে মোবাইল-অর্থ লুট, আটক ৪

আটক হওয়া ৪ ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
0

রাঙামাটির লংগদুতে ডিজিএফআই সদস্য পরিচয়ে জুয়াড়িদের আটকে রেখে মোবাইল ফোন ও নগদ অর্থ লুটের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল (রোববার, ১১ জানুয়ারি) সন্ধ্যায় লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইনি প্রক্রিয়া শেষে আজ (সোমবার, ১২ জানুয়ারি) তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন মো. ইকরাম হোসেন (২৭), মো. আরিফুল ইসলাম রাজু (২৪), মো. ইয়াছিন (৩৪), ও মো. শাহজাহান (৩৪)।

স্থানীয়রা জানান কয়েকজন ব্যক্তি জুয়া খেলতে স্থানীয় বাইট্টাপাড়া সেগুনবাগান এলাকায় প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সেখানে পৌঁছে অভিযুক্ত চার ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে জুয়াড়িদের আটক করে। এ সময় তারা মারধর করে জোরপূর্বক মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।

এসময় খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ব্যক্তিকে লংগদু জোনে নিয়ে আসেন। পরে প্রাথমিক জবানবন্দি নিয়ে অভিযুক্তদের লংগদু থানায় সোপর্দ করা হয়।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত স্বরজিৎদে বলেন, অভিযুক্ত চার ব্যক্তি থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


এএইচ