আরও জানা যা্য়, এসময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে ঘরের সবগুলো আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, দুইটি মোবাইলফোনসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
আরও পড়ুন:
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন বলেন, ‘শুক্রবার মাঝ রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আমরা ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’





