রাজ্জাকের স্মরণে শাকিব খান লিখেছেন, আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।
২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক রাজ্জাক। ২৩ আগস্ট তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় তার পদচারণা ছিল। রাজ্জাককে হারিয়ে দেশের শোবিজ অঙ্গনে সৃষ্টি শূন্যতা আজও মনে করায় তাকে।
আরও পড়ুন:
৭৫ বছরে চলে যাওয়া চলচ্চিত্রাকাশের এ ধ্রুবতারা দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে যা দিয়ে গেছেন, তার ঋণ কখনোই শোধ করতে পারবে না এ দেশের সিনেমাঙ্গন। অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা উপহার দিয়ে গেছেন তিনি। যেসব সিনেমা যুগ যুগ ধরে যেমন দর্শকের মনে গেঁথে থাকবে, তেমনি নায়করাজকেও বাঁচিয়ে রাখবে আজীবন।