গত ২২ আগস্ট ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির তিন পর্ব। এ তিন পর্বের অতিথিরা হলেন সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া এবং লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। বলা বাহুল্য, তাদের তিনজনেরই জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে।
অনুষ্ঠানে তারা স্মৃতিচারণ করেছেন নিজেদের শৈশব, কৈশোর এবং দুরন্ত তারুণ্যের। আর অকপটে বলেছেন, চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় এসে এখানকার সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে কতটা সংগ্রাম করতে হয়েছিল। নেসার উদ্দিনের প্রযোজনায় ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানের প্রথম পর্বটি প্রচার হবে আজ ২৫ আগস্ট। আর এ পর্বের অতিথি পার্থ বড়ুয়া।
তিনি চট্টগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি বলেছেন তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান তৈরির নেপথ্য গল্প। অনুষ্ঠানটি সম্পর্কে জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চেষ্টা করছে সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করতে। আর সেই চেষ্টারই অংশ ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানটি। দর্শকের ভালো লাগলে আমাদের চেষ্টা এবং পরিশ্রম সার্থকতা পাবে।’