পাঁচ বছর পর দেশে ফিরলেন চিত্রনায়িকা শাবানা

চিত্রনায়িকা শাবানা
সংস্কৃতি ও বিনোদন
0

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা দীর্ঘ পাঁচ বছর পর আবারও দেশে ফিরেছেন। প্রায় দুই যুগ ধরে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

ক্যারিয়ারের সোনালী সময়ে হঠাৎ অভিনয় ছেড়ে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে বিদেশে পাড়ি জমান শাবানা। এর পর থেকে তিনি মাঝে মাঝে দেশে ফিরলেও খুব একটা গণমাধ্যমের সামনে আসেননি। সবশেষ তিনি ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন।

জানা গেছে, এবার দেশে ফিরে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে উঠেছেন। দেশে না থাকলে এ বাড়িটি খালিই থাকে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করেন।

আরও পড়ুন:

এর আগে দেশে এসে শাবানা জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে। একইসঙ্গে স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে তিনি চলচ্চিত্র প্রযোজনা করবেন। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে গত ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন শাবানা। তবু ঢাকাই সিনেমার এ কিংবদন্তি অভিনেত্রী ভক্তদের কাছে আজও সমান জনপ্রিয়।

এসএস