জাতির কল্যাণে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

খালেদা জিয়ার মৃত্যুতে হানিফ সংকেতের শোক
সংস্কৃতি ও বিনোদন
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাবহ পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।

এসএইচ