ইন্দোনেশিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে অ্যানিমেশন সিনেমা জাম্বো

অ্যানিমেশন সিনেমা জাম্বো
সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

ইন্দোনেশিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে অ্যানিমেশন সিনেমা জাম্বো। মুক্তির ২ মাসে ছবিটি গড়েছে একের পর এক রেকর্ড। নিজ দেশে রেকর্ড সাফল্যের পর ১৭টি দেশে মুক্তির অপেক্ষায় সিনেমাটি।

অন্য শিশুদের মতোই ডন তার বন্ধুদের সাথে খেলতে চায়। কিন্তু স্থূলকায় শরীরের কারণে তার বন্ধু, সহপাঠীরা তাকে অবজ্ঞা করে ডাকে জাম্বো বলে।

বন্ধুদের এমন আচরণ ডনের কোমল মনে দাগ কাটে। কীভাবে নিজেকে প্রমাণ করবে বুঝতে পারে না। পরে প্রয়াত মা-বাবার রেখে যাওয়া রূপকথার বই থেকে অনুপ্রাণিত হয় সে। সিদ্ধান্ত নেয় থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভা প্রমাণ করবে। এভাবেই এগিয়ে যায় জাম্বো সিনেমার গল্প।

ডনের প্রতিভা অন্বেষণের এই গল্প সাড়া ফেলেছে ইন্দোনেশিয়ার বক্স অফিসে। অ্যানিমেশন ছবি জাম্বো এরইমধ্যেই নিজ দেশে আয় করেছে ২ কোটি ডলারেরও বেশি।

চলতি বছরের ৩১ মার্চ ইন্দোনেশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাম্বো। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ৯৬ লাখেরও বেশি মানুষ উপভোগ করেছে সিনেমাটি। ভেঙেছে একের পর এক রেকর্ড। দেশটির ইতিহাসে সেবা বক্স অফিস হিটের তালিকায় তৃতীয় স্থান এখন জাম্বো।

শুধু তাই নয়, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ফ্রোজেন ২’ কে পেছনে ফেলে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমাও এখন জাম্বো। সিনেমাটির এমন সফলতায় খুব শীঘ্রই আন্তর্জাতিকভাবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ভিসিনেমা পিকচার্স।

জাম্বো পরিচালক রায়ান আদ্রিয়ান্দি বলেন, ‘জাম্বোর প্রতি দর্শকদের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। এতো সাড়া পাবো আমি ভাবতে পারিনি। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

পরিচালক রায়ান জানান, জাম্বো তৈরির সময় বিনিয়োগকারী খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। কারণ খুব সাধারণ একটি গল্পের উপর সিনেমাটি নির্মিত। তাই বক্স অফিসে সিনেমাটি সাফল্যের মুখ দেখবে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা সংশয়ে ছিলেন।

ইন্দোনেশিয়ায় অ্যানিমেটেড সিনেমার বাজার বেশ ভালো। যথাযথ বিনিয়োগ পেলে দেশে আরো ভালো অ্যানিমেটেড সিনেমা তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিনাস ইউনিভার্সিটির চলচ্চিত্র প্রভাষক একি ইমানজায়া বলেন, ‘জাম্বো ইন্দোনেশিয়ার অ্যানিমেশন চলচ্চিত্রে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এটি অর্জন করা বেশ কঠিন। ভবিষ্যতে এই অর্জন বজায় রাখতে নতুন কিছু তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হলো সময়। আমরা জানি ‘জাম্বো’ কয়েক বছরের পরিশ্রমের ফল।’

জাম্বো নির্মাণে সময় লেগেছে প্রায় ৫ বছর। কাজ করেছেন ৪২০ জন অ্যানিমেটর ও প্রকৌশলী। আগামী জুনে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ১৭টি দেশে আন্তর্জাতিকভাবে মুক্তির অপেক্ষায় রয়েছে জাম্বো।

সেজু