আজ (বুধবার, ৭ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল খান টাওয়ারে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্রে নিলাম শুরু হয় এবং সোয়া ১১ টার দিকে শেষ হয়। আজকের নিলামে শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজের তেলিয়াপাড়া টি গার্ডেনের ব্ল্যাক টি সর্বোচ্চ ৪০০ টাকা ও গ্রিন লিফ টি গার্ডেনের গ্রিন টি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
বায়ার ও ব্রোকার্সরা জানান, এ নিলামে চট্টগ্রামের চেয়েও তুলনামূলক ভাল দামে চা বিক্রি হয়েছে। বৃষ্টি হওয়াতে চায়ের গুণগত মান বেড়েছে। তাই নিলামে বিক্রি বেড়েছে বলেও জানান তারা।
২৫তম নিলামে তিনটি ব্রোকার্স হাউজের ১ লাখ ৩২ হাজার ১১৯ দশমিক ৬০ কেজি চা নিলামে উঠে, সেখান থেকে মাত্র ৪২ হাজার ১৮৪ দশমিক ১০ কেজি চা বিক্রি হয়। যার গড় মূল্য ছিল ২০৮ টাকা ৬০ পয়সা।
২০২৪-২০২৫ অর্থ বছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট অফারিং ছিল ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি, বিক্রি হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি, গড় দাম ছিল প্রায় ১৭৫ টাকা। অবিক্রীত রয়েছে ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।
বায়ার ও ব্রোকার্সরা আশা করছেন বর্তমানে বৃষ্টি হওয়াতে আগামী নিলামে আরো ভালো মানে চা উঠবে ও ভালো দামে বিক্রি হবে।