এনবিআর বিভক্ত: প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

এনবিআর বিভক্তের প্রতিবাদে কলম বিরতি
অর্থনীতি
0

জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে আজ (বুধবার, ১৪ মে) থেকে তিনদিনের কলম বিরতি পালন করেছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে তিন কার্যদিবসে কলম বিরতি পালনের ঘোষণা আসে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টা থেকে কলম বিরতি পালনের ঘোষণা দেন তারা। তিনদিন ধরে এ কলম বিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত।

কর্মসূচির প্রথমদিনের অংশ হিসেবে সকাল থেকেই সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রাখা হয়। দেশব্যাপী সকল কাস্টমস হাউজ, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে কর্মবিরতি চলে।

আরো পড়ুন:

এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

'এনবিআর ঐক্য পরিষদ' প্ল্যাটফর্ম জানায় সংস্থাটি এনবিআর সংস্কারকে স্বাগত জানায়। তবে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা। অনতিবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

আরো পড়ুন:

এর আগে সোমবার (১২ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই বিভাগ করা হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করে সরকার। জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।

সেজু