যশোরে পশুর চামড়ার দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা

যশোরে চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা
এখন জনপদে
অর্থনীতি
0

পশু কোরবানির পরপরই যশোরে কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে চাহিদা ও দামের মিল না থাকায় এবারো হতাশার সুর মৌসুমি ব্যবসায়ীদের কণ্ঠে। আজ (শনিবার, ৭ জুন) বিকেলে যশোরের রাজারহাটে, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চামড়ার দাম নিয়ে তীব্র দর কষাকষি চলছে। অনেকেই কাঙ্ক্ষিত দাম না পেয়ে চামড়া বিক্রি করতে দ্বিধায় পড়েছেন।

সরকার ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। 

ঢাকার বাইরে প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। তবে এ হাটে চামড়ার মানভেদে বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ৯০০ টাকায়।

আর খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকায়। 

ব্যবসায়ীরা বলছেন, চামড়া সংরক্ষণের জন্য লবণের দাম বেশি, অন্যদিকে শ্রমিকের মূল্য রয়েছে। আর ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ করেনি। সব মিলিয়ে চামড়া হিসাব করে ক্রয় করতে হচ্ছে।

এসএইচ