ময়মনসিংহে হাটে চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

ময়মনসিংহে চামড়ার হাটে চামড়া তুলছেন ব্যবসায়ীরা
এখন জনপদে
অর্থনীতি
0

ময়মনসিংহের শম্ভুগঞ্জে তৃতীয় দিনের মতো বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ২৮ জুন) ভোর থেকে হাট জমে উঠলেও ট্যানারি মালিকরা চামড়ার দরদাম নিয়ে নানান টালবাহানা করায় বিপাকে পড়েন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। এছাড়া ক্রেতা সমাগম কম থাকায় অবিক্রিত পড়ে আছে সেখানকার চামড়া।

অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত দাম তো দূরের কথা ৫ থেকে ৬০০ টাকার ওপরে দাম ওঠেনি কোনো চামড়ার।

তারা জানান, কাঁচা চামড়া কেনা থেকে শুরু করে লবণজাত করতেই খরচ পড়ে ৯০০ টাকার বেশি। এর মধ্যে গেল কয়েকদিনের বৃষ্টিতে চামড়া পচে যাওয়াসহ কয়েক দফায় লবণ দেয়ায় খরচ পড়েছে বেশি। ন্যায্য দাম না পাওয়ায় তাই ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

এদিকে বৃষ্টির পানিতে হাটের বেহাল অবস্থায় আবারো চামড়া নষ্ট হবার জো! তাই হাট সংস্কারের দাবিও জানান হাটের ক্রেতা বিক্রেতারা।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাশী গ্রাম থেকে আসা আক্তার হোসেন। ৬০০ চামড়া নিয়ে গতকাল থেকে বসে আছেন শম্ভুগঞ্জ হাটে। এখন পর্যন্ত তার চামড়ার দাম উঠেছে ৫০০ টাকা, অথচ তার খরচ পড়েছে প্রতি পিস চামড়ায় ৮০০ টাকা।

আক্ষেপ করে আক্তার হোসেন বলেন, ‘গত বছর লস তোলার জন্য এইবারও চামড়া কিনছি, এখন দেখছি ভিটা-বাড়ি বিক্রি করতে হবে। এমন দাম থাকলে সরকার আমাদের কেন চামড়া কেনায়, কোনো সরকারই আমাদের দেখলো না। শুধু আশায় রাখলো।’

হাট ইজারাদার জানায়, গেল ২ হাটে ২৫ হাজার পিস চামড়া বিক্রি হয়েছে। যেখানে প্রতিটি গরুর চামড়ায় ইজারা দিতে হয় ৪০ টাকা করে।

ইএ