তিনি বলেন, ‘গত কয়েক দিনের অস্থিতিশীলতায় কিছুটা রাজস্ব ক্ষতি হয়েছে। তবে এখন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাজস্ব আহরণে গতি ফিরিয়ে আনা।’
এদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন (৩০ জুন) সকাল ১০টা পর্যন্ত মোট ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
চলতি অর্থবছরে আগের বছরের চেয়ে বেশি রাজস্ব আদায়ের প্রত্যাশাও ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল।