আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
দেশে এখন
অর্থনীতি
5

আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ৯ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলনমেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট ২০২৫ অংশ নিয়ে তিনি কথা বলেন।

এসময় তিনি আর্থিক খাতের স্বচ্ছতা আনতে অডিটর ও অ্যাকাউনটেন্টদের ভূমিকা তুলে ধরেন। একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মন্তব্য করেন ব্যাংক খাত ধ্বংসের দায় বিগত দিনের দায়িত্বশীলরা এড়াতে পারেনা।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অডিটিং রিপোর্টের মান ভালো না হওয়ায় বিনিয়োগকারীরা বিশ্বাস হারায়, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে অডিটিং রিপোর্ট মানসম্মত করতে হবে।’

তিনি বলেন, ‘আর্থিকখাতে কেবল ডিজিটালাইজেশন করলেই দুর্নীতি বন্ধ হবেনা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও সৎ হতে হবে। দেশ অনেক ধরনের আর্থিক চ্যালেঞ্জের মধ্যে আছে, বিনিয়োগ বাড়াতে চায় সরকার।’

তিনি আরো বলেন, ‘আর্থিক খাতের স্বচ্ছতায় অডিটর ও অ্যাকাউনটেন্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আর্থিক নীতি ভালো হলেও, এটা কিছু লোক নষ্ট করেছে।’

অনুষ্ঠানেই অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিবে ইতিমধ্যে যার প্রভাব পুঁজিবাজারে পড়েছে।’

এএইচ