আজ (সোমবার, ১৪ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথভাবে ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শিরোনামে ইআরএফ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশ ব্যাংক মাত্র চার বিলিয়ন ডলারের জন্য আইএমএফের পেছনে দৌড়ায়। ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন, আস্থা ফিরলে এর প্রয়োজন হবে না। ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন প্রয়োজন সরকারের প্রয়োজনেই। যদিও এখন পর্যন্ত আমাদের দেশে এ ধারণা গড়েই উঠেনি। একইসঙ্গে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠনে অন্য অর্থনৈতিক খাতের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে হবে।’
এসময় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘দেশে বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকার আসলে ক্যাপিটাল মার্কেটে গতি বাড়বে। ক্যাপিটাল মার্কেটের গভারনেন্স পুনর্গঠনের পাশাপাশি সংস্থার করতে হবে।’